-------------------------------------------
স্বপ্নছোঁয়া প্রত্যাশা বিরাজমান
অর্ঘ্যও,ছিল পর্যাপ্ত পরিমাণে
ঘন্টা বাজলো বাতিও,জ্বললো
আগমনীর না,বিসর্জনের
আকাশ ঢেকে গেলো নিকষ আঁধারে
শুরু হলো ঝড়,বৈচিত্রের বাহারি সাজে
আনন্দ বা উচ্ছাস নয়,রাহুগ্রাসের
বেদনায় ভরা লাল রক্তঝরা--
নীরব অবুঝ মনের সবুজ কোণায়
যদিও,পাতা নড়ে ধীরে ধীরে
নিষ্প্রাণ হলুদ রঙা সোহাগ দোলায়
অদ্ভুত তার চিত্রলিপি
শুধুই বিরহের গান গায়
এমন কান্ড দেখে--
ফাগুন বসন্তও,ডুব দেয়
ঘন মেঘের দূর নীলিমায়
তবুও,স্বপ্ন থাকে বেঁচে
ছোঁয়াচে আগুনের পরব প্রত্যাশায়।
--------------------------------------------
২২/১১/১৯-অবুঝ মন-