আধ ফালি চাঁদ আকাশ জুড়ে মুচকি হাসি আঁকছিলো
হঠাৎ করে নীলাম্বরী মেঘের আঁচল ভরিয়ে দিলো
হাওয়ার বেগে সুর জড়িয়ে টাপুর টুপুর বৃষ্টি এলো।


ঘনঘোর রাত্রি তখন দৈত্যরাজ চোখ রাঙায়
অবাক পথিক বৃষ্টি ভেজা ছন্দ সুরের গান শোনায়
গভীর ভাবে আসে নেমে তন্দ্রা বিলাস সব কোণায়।


চোখের কোণে আলো যখন এলো ভরে
তাকিয়ে দেখি মিঠেল রোদের আলতো ছোঁয়া মন কাড়ে
পূব দিগন্তে খেলছে তখন নবীন সূর্য আকাশ জুড়ে।
--------------------------------------------------০১/৮/২০২০----অবুঝ মন----