ভাবতে পারো সুখের আশ
কাটে কি আর বারোমাস?
জীবন সুধায় হচ্ছে টা কি?
কবি বলেন নয়গো ফাঁকি।


সুজন বন্ধু করেন চাষ
ডুব সাগরে সতীর বাস
ত্রিদেব টেনে ভাসায় ভেলা
পতির না কী মধুর বেলা!


একই অঙ্গের গল্প বুনে
দেখেও কেউ আকাশ পানে
এমনি করে হচ্ছে সারা
খুঁজে কি পায় সুখের তারা?


বুঝতে গেলে চাই যে মন
দাঁড়িয়ে পড় কিছুক্ষণ
আমি কিন্তু সেই তিমিরে
মান্নাদের গানের পরে।
----------------------------------------
১৬/১০/২২-অবুঝ মন-