।।বিষ্ময়।।
।।নরেশ বৈদ্য।।
------------------------------
গ্রামের ছেলে বলে--
হিসাব কি যায় ভুলে!
দায়ভার দিল ঠেলে গঙ্গার জলে
পড়েছে- যে ভীষণ যাঁতাকলে।
একি আতঙ্কের পরিণাম--
নাকি পালা-বদলের সুরধ্বনি?
মানে মানে সরে পড়া--
আগমনী গীত নয় তো?
যা একেবারে সুর  হয়ে --
ঝরে পড়ে দানবের গলে।
তাও, আবার জনসম্মুখে!
কত কথা বলে চলে- আপন তালে।
যার দাপটে বাঘে, গরুতে --
এক ঘাটে জল খায়,
সে কিনা বিপরীত মুখি, গুন গান গায়!
কেন তাকে লাগে এত অসহায়?
কথায় বলে তাই --
চিরদিন কার ও সমান নাই যায়।
------------------------------------------
২৩/৫/১৯