পরিবর্তনের জামানায় --
অনায়াসে বদলে যায়,কত শোনা কথা--
যা শুনিনি তাও,হারিয়ে যে যাবে না--
সময়ের স্রোতে, আঘাতের প্রহর গুনে
সে বিষয়ে নিশ্চয়তা কোথায়?
'কেউ কথা রাখে না'
নিখাদ ভালোবাসার বন্ধনেও,
বদলে যায় স্মৃতির পাতা গুলি--
বর্ণচোরা- রূপ-রঙ, আলো মেখে
চোখের নিমেষে।
যদি ও হারিয়ে যায় না, সকালের রোদ
আর বিশ্বাস ভরা বাঁচার সবুজ আশা
জেগে থাকে সবসময়ই--
মনের অন্তঃকোণে স্বপ্নের-ই ভাষা।
----------------------------------