------------------------------------------
এটা স্বপ্ন নয়-মিথ্যাও নয়--
কেন জানি না,দুচোখ মোটেও এক হলো না
জেগে জেগে কেটে গেল সারা রাত।
শুধু মনে হয়, ওরা যে রাস্তায় পড়ে--
খোলা আকাশের বুকে জেগে আছে
নামটা যে উস্থি য়ান।
ওরা প্রতিজ্ঞাবদ্ধ-এক জোট হয়ে বলিয়ান
ছিনিয়ে আনবেই একদিন আশার সুপ্রভাত‌।


এখন চলছে শুধু সময়ের ফের--
শাসকের বঞ্চনার অবিরাম জের,
ইতিহাস যে মিথ্যা নয়-আজও ,
মানুষের-মনিকোঠায় একটি নাম বর্ণময়
জ্বলজ্বলে স্বর্নাক্ষরে খচিত আছে।
বঞ্চিত,নিপীড়িত মানুষের সংগ্রাম
ফিরিয়ে দিয়েছিল অধিকার-
নামটা-চির পরিচিত,নেলসন ম্যান্ডেলা যে।


আর কতদিন --
প্রভাতী আশার আলোর অপেক্ষার?
নেই,দেরি নেই আর---
ওই দেখো চেয়ে-আসছে ধেয়ে
মানুষের ঢল,সাইক্লোন ঝড়
জবাব মিলবে কি এবার শাসকের দীর্ঘ উপেক্ষার?
----------------------------------------
২১/৭/১৯