আমার আবেগ ছিলো বরাবরের মতো
যদিও সময় হয়েছে অনেকটা পার
বিশ্বাস ছিলো অগাধ তোমার ভালোবাসার।


সেই পথে ডাক দেওয়া আরও একটি বার
সাড়া দিতে চাওয়া বা না চাওয়া সবটাই ছিলো তোমার জানা
এমন কী তুমি জানতে বৃষ্টিতে ভিজবে কি না ।


তোমার চোখের কার্নিশে ঘন কালো ছায়া
তবুও তুমি সাগরের মোহনা হয়ে কাছে এলে
মনে হলো নিঃশব্দ আর্তনাদ বইছে পরিশ্রান্ত বিকেলে।


কী নির্ভেজাল মায়া ‌ভরা স্রোত!
ফিরে দেখা ট্রেনের কামরায়,তুমি রয়েছো চেয়ে
দেখা হলো মিলন মেলায় স্মৃতির সরণি বেয়ে।


খুশির জোয়ারে ইচ্ছেগুলো মেললো রঙিন ডানা
তোমার একটুকু ছোঁয়া,ব্যবধান মুছে ফেলে
আমার শহর জুড়ে হাজার আলোর বাতি উঠলো জ্বলে।


মনে হলো তোমাকে এবার ঠিক কাছে পাবো
স্বপ্নীল রোদের সোনালী ফসিল আসবে ফিরে
সুর এলো ভেসে অলীক স্বপ আঁকড়ে ধোরো না জোরে।


ক্ষেতের ফসল লুট হয়ে গেলো
অকপট স্বীকারোক্তির হলো বাজিমাত
আমি একাকী বসে অন্ধকারে তারা গুনি আজও সারারাত।
---------------------------------------------
১১/৯/২০২০-অবুঝ মন-