কে প্রথম খোলা রাখে প্রবেশের পথ
ছুটে ছিলো তীর ছুঁয়ে গান্ধী ঘাটের হৃদয় নগরে?
কে প্রথম ভেবেছিলো বিচ্ছিন্ন এ পথ
বাঁধনে ভাটির টান--উজান কোথায়?
কে প্রথম ফিরে আসে ছেড়ে যাওয়া বাঁকে
ঝিরঝির বৃষ্টিতে ফুরফুরে স্রোতে হাতে হাত রাখে?
কে প্রথম আগুন জ্বালে কল্প লোকের গোপন মোড়কে
দেখতে--দেখাতেও মায়ার চাদরে?
এভাবেই মেঘ রোদ গড়িয়ে বিকেল
সচল নদী--বাগান ভরে কুঁড়ি ও ফুলে!
তবু দেখো যতিচিহ্নের পরিধি কেমনে ক্রমশঃ বাড়ে?
---------------------------------------------
-৩/১২/২২-অবুঝ মন -