একটু কাছে পেতে চাওয়া
একটু আলতো করে ছুঁয়ে দেখা
এর মানে শুধু কি শারীরিক চাহিদা বোঝায়?
এই যে কিছুকাল হারিয়ে যাওয়া
গোলাপের মুখ চেয়ে দাঁড়িয়ে থাকা
তারপর খুঁজে পাওয়া বাস্তবের প্রকাশ্য রাস্তা
সেটা কি কিছুই নয়?


ধরে নিলাম তোমার একটা অতীত আছে
তার মানে এই কি বুঝায় সাগর শুকায়ে গেছে?
চেয়ে দেখো পাহাড়ের ঝর্ণা প্রবাহ গঙ্গা হয়
এটাই বাস্তব এটাই সত্য আর কোন কথা নয়
এরপরেও যদি নতুন সুরে নেকড়া জড়াতে চাও
আর কি বা বলার থাকতে পারে?
তবু জেনে রেখো রাতের আকাশে চাঁদ জেগে থাকে
তার কাছে আঁধারের কালো ছায়া দিনের সহস্র আলোর স্রোত।
----------------------------------------
১৬/৭/২০২১-অবুঝ মন-