কড়কড়ে রোদ মাখতে চেয়ে
কজন পথিক দিন গোনে?
চায় যে সবাই মিষ্টি আভা
ছন্দ সুরের জালবুনে।


হোক তা প্রাচীন বহুদিনের
প্রনয় যোগের ভাবধারা
তাই বলে কি আসবে নেমে
কটকটে রোগ খুব খরা?
ইচ্ছে নদী কী আর করে
মরা স্রোতে যায় মারা।


এর পরেও আর কি আশা-
জাগতে পারে হৃদজুড়ে?
ভাটির টানে উপোস বিকেল
পাতাগুলো নেয় মুড়ে
তবু কেন বারে বারে
বাঁধন বীনা রক্ত ঝরায় বুক চিরে?
--------------------------------------
২৮/৮/২০২০-অবুঝ মন-