জানি না কী গন্ধ গোগ্ৰাসে নিয়েছে শুঁকে?
ওরা বলেছিল পাশে আছি,কী অপূর্ব স্বাচ্ছন্দ দরবারে!
হিসাব মেলাতে গিয়ে বারে বারে চমকিত না হয়ে আছে কী উপায়?


জানি না নির্দ্বিধায় কেমনে আসে চলে শকুনির চাল?
ওরা বলেছিল তোরা যা,যেভাবে পারিস আরো আরওও---এগিয়ে যা
এক যাত্রা পথে দাঁড়িয়ে এ কেমন দ্বিচারিতা দিলো উপহার?


জানি না কী কী সহযোগে সেবা পায়?
হয়তো বা পুরোনো ইতিহাস আঁকড়ে ওরা নিজেদের প্রতিষ্টা চায়
তবে মনে রাখা ভাল মোহন লাল,মীর মদন--এদের স্থান,আজো সব্রাগ্ৰে।


জানি না এ জীবন পথের বাঁকে আরও কী--অপেক্ষা করছে?
যেতে যেতে বলে যাই,ওআমার প্রিয় সঙ্গিসাথী গন
চল,চল যাই ভরিয়ে তুলি কানায় কানায় দীপ জ্বলা অঙ্গন ময়দান প্রাঙ্গণ
একটু একটু কুড়িয়ে নিই চন্দন সুবাস।


তবু,মনে রেখো কচু বনে ঠাঁই নিলে একদিন ঠিক পদ্ম জন্ম নেবে--
একথা ভেবো না কখনো
-----------------------------------------
২০/৩/২৩-অবুঝ মন-