ভোলাভালা কাদার ঢেলা
অনেক কথা যায় যে বলা
একলা বসে ঘরের কোণে।
চলার পথে নিত্য রথে
অনেক যখন আসতো ছুটে
বুঝতে তখন বাঁচার মানে।
চারিদিকে বেড়ার ফেরা
জানবে কি আর ওরা কারা?
বোফর্স কামান ফাটিয়ে দিলে!
চিনতে হলে মানুষ টাকে
পড়তে হবে নতুন বাঁকে
সাজিয়ে রেখো ইচ্ছে গুলো।
সবকিছু কি হাওয়ায় ওড়ে?
কে যেতে যায় দূরে সরে?
নীলাঞ্জনা হয়েই থেকো।
"তবু মনে রেখো--"
---------------------------------
-৭/১/২০২১-অবুঝ মন-