--------------------------------------------
এসে ছিলে কি অফিসের কাজে?
জেনে ছিলো সময়ের ফোঁকর খুঁজে
একই দিনে একই কাজ,একি অপরূপা মিল!
কথার সাগরে ছিল যদিও মুগ্ধ ঝিলমিল
চলছে দিন গোনা স্বপ্নের সোহাগী আদরে
পেয়েছে যে উপহার কনকাঞ্জলী ভাবানুরাগে
প্রশ্নের তীরে তরী এসে ভিড়ে,কেমন লাগছে বলো
আবেগের ঝড়ে ঝরছে ফোয়ারা পাতা ঝলমল
কিছু না বলে কি থাকা যায়? মুখিয়ে আছে যে বিষ্ময়
চকচক করছে যে সোনালী ফসিল,লোভনীয় মায়াময়
"খুব ভালো" শব্দের সুরেলা বুনন শুনে
টগবগ ডগমগ স্বপ্নীল জালবোনে মনে মনে
সময়ের অগোচরে ভাসানো বরন ডালায় সাজিয়ে রেখো
ওযে হৃদয়ের নিভাঁজ ঢেউয়ের দোলা,একটু যত্নে রেখো
এই সুর এতো গান,এতোদিন কোথায় ছিলো?
হারিয়ে যা গিয়েছিল,কেন বা এলো?
এতো তাড়াতাড়ি ঝড় থেমে গেল!
তবু মনে রেখো--,তবু মনে রেখো---
---------------------------------------------
৫/৩/২০২০-অবুঝ মন-