পরিপূর্ণ আলোর এক চাদর--
মুক্তোর মত জেগে আছে জ্যোৎস্নার গায়।
যদিও অবারিত হলুদ শব্দের বিন্যাসে-
পুরোনোকে বিদায় দেওয়ার প্রস্তুতি সারা
মন মাঝে ঝালোর বিছানোর এ কোন তাড়া?
শোনা যায় জর্জর মুখরিত মাঝ দরিয়া-
সাইরেন বাজানো প্রত্যাখানের বাঁশি
বাজিয়ে চলেছে অবিরাম,অনাবিল ধারায়
পাষানীর মতো শত-সহস্র ডানা মেলে
আর,দোষ-ত্রুটি গুলি এক লহমায়
মুছে ফেলে শুকনো পাতায়-নানা অছিলায়।
হাতের পরে হাত রাখা সুরেলা বুনন
মুখেতে মুছে দেওয়া লাল টুকটুকে সিঁদুরের দাগ
অবসরে নিরালার ঠিকানা হারিয়ে গেছে
মরুসাগরের কিনারে কিংবা ঝাপসা অন্ধকারে
শুধু চিক চিক করে জেগে আছে মায়ামৃগ
তবুও কি আশা বেঁচে থাকে অপেক্ষায়-
মায়াবী ভালোবাসার পবিত্র বন্ধনের পথ চেয়ে?
--------------------------------------------
১০/৫/২০২০-অবুঝ মন-