।।তবু থেমে থাকা নয়।।
বাতাসকে প্রশ্ন করে উত্তর চাইছো
ঝরা পাতার দেশটা কোথায়!
বাতাস কী বললো জানো
"ঠিকানা আমি পেয়েছি বন্ধু ঠিকানার সন্ধান"!
যদি আগুন হাওয়ার কথা মনে পড়ে
দেখোনি কি গাছের পাতাগুলোও রোজ নড়ে?
এখন আর না ফেরার দেশে ফিরে যাওয়া নয়
চেয়ে দেখো ওই পৃথিবীর বুকে খেয়াটা কে বায়?
এখানে ও শেষ নয় সুর হয়ে ঝরে হৃদয়ে বসত!
তবু থেমে থাকা নয়,খুঁজে নেওয়া হলো আরো এক ধাপ ।
-------------------------------------------
           ।।জীবিত আদল।।
একের পর এক দৃশ্য ভেসে ওঠে ---
না,এ কোন যাত্রাপালা নয়
জীবনের জলছবি জীবিত আদল।


কখনো এগিয়ে আসা
কখনো গণে যাওয়া
তবু কেন যে বাতাস বয়ে সর্ষে বাগিচার ভিতর?


আসলে কুয়াশার চাপ বেশী বলে কি কথার বসত?
মুছে যায় সাদা রঙ চোখের নিমেষে।
-------------------------------------------
-২৬/১১/২০২১-অবুঝ মন-