কথা পেড়ে কথা খাওয়া আসবে তো দেখতে
সেদিন ও দুটি চাঁদ ছিলো ঐ আকাশেতে!
সেখানে আলতো ছোঁয়া আরে দূর তেরি ছাই
দেখোনি উড়ছে কতো ফানুস হাওয়াই?
এর পরেও কি করে ভাবো ওটাকেই চাই?


টিয়া পাখি উড়ে এলে কাকাতুয়া বনে যায়
তার মানে এই নয় চূড়া বামে খেয়া বায়
হাতে হাত রাখলে একটু আধটু টলে
পথিকের প্রবাসী রূপে তাবায় কি আগুন জ্বলে?
সীমান্তে দেখো চেয়ে বেড়াজাল ঝলমলে।


ঘ্যানানী ঘ্যানোর হলে রানী মৌ যায় উড়ে
সময়ের আকালে কি লাভ বলো অলীক স্বপ্ন পেড়ে?
ভুলে যেও অবেলার আছে যতো খাই
ঐ শোনো সুর বাজে নাই ঠাঁই নাই
তবুও বলবে তুমি ভুলে যাওয়া পথ ধরে আলো জ্বেলে যাই!
--------------------------------------------
৪/৭/২০২১-অবুঝ মন-