সময় যখন মন ফাগুনের তুই করলি পিনের খোঁজ
হলুদ পাতার নয় যে এ ডাল,সেই দিকটা একটু তো বোঝ।


তা না করে হল্লা জুড়ে তির সাজালি সবুজ দ্বিপে
চিমটি কাটার বজ্র টেনে মারলি ছুঁড়ে চাঁদের বুকে।


তবুও তুই তাকিয়ে দেখ সামনে কেমন জ্বলছে আলো
বায়না সোনার আয়না হয়ে বলছে সে নয় এত্তো কালো।


রামধনু রঙ তুলির ছবি আঁকছে সে তার নিজের মনে
তোর পাশেতে থাকতে চেয়ে বাঁধন বীনার সেতার বোনে।
-------------------------------------------
-৩০/১১/২২-অবুঝ মন -