মেঘ বলল যাবি?
তুই আমার বাড়ি যাবি?
বৃষ্টি বলল না রে--
তুই আমার সাথে চল।
আকাশ বলল---
যাস না ওদের সাথে--
বর্ষা এলে ওরা দুজন,
যাবেই তোরে ভুলে---
তুই আমার সাথে চল,
তোরই পাশের সঙ্গী হয়ে থাকবো চিরকাল।


আকাশের তারারা  সদলবলে---
বলল হেসে,
আয় চলে আয় মোদের কাছে---
থাকবি পরম সুখে।
চাঁদ বলল নারে---
তুই আমায় যাসনা ভুলে,
আমার বাড়ি চল---
জ্যোৎস্না দিয়ে ভরে দেব-করবি কোলাহল।


সূয্যিমামা শুনছিল সব---
বলল  হেঁসে হেঁসে,
তুই যদি যাস ওদের সাথে---
যাবি একেবারেই ফেঁসে।
সূয্যিমামা বললে এবার---
আমার বাড়ি চল,
গেলেই সেথা তুই পাবি যে---
আমার মত বল।


পৃথিবী দেখছিল সব---
ওদের ব্যাপার স্যাপার,
বললো এসে এসে চুপি--
যাস না আমায় ছেড়ে,
তুই যদি যাস চলে---
নিরব হয়ে পাড়ি দেব-অনেক অনেক দূরে।


সভার শেষে বললাম ওদের--
তোরা সবাই চলে আয়,
আমি যেথায় আছি--
সৃষ্টি সুখের উল্লাসে সব- করবো মাতামাতি।
----------------------