।।পড়ে থাক অবশিষ্ট কিছু ঘাস।।
--------------------------------------------
সুদীর্ঘকাল ধরে বুকের উপরে সেঁটে ছিলো--
এক আকাশ ছোঁয়া সোনালী অতীত
না জানি কি করে প্রেক্ষাপটের বদল হাওয়ায়-
এতো দ্রুত পোশাকটা বদলে গেলো?
একবার ভেবে দেখুন--এ ঘটনা কত বড় মর্মান্তিক?
সরোবর ভুলে যখন পাতিপুকুরে স্নান করে রাজহাঁস!
তখন কোনো কিছুই অবিশ্বাস্য মনে কি হয়?
মাঝে মাঝে কলিং বেলের শব্দে একটু আধটু ঘুম ভাঙতে পারে
তথাপি বোবা হাওয়া ভবনের সম্পৃক্ততা বেড়েই চলে রোজ!
প্রেমের বাঁশরী বড়ো এ কথা শুনে,
শ্যামের যদি  বিস্মৃতির খাতায় স্থান হতে পারে--
অথবা অজুত জলধারার উৎস স্থলকে
ভুলে যেতে পারে লক্ষ্মী স্বরূপিনী প্রনয়ী রাধা
তখন ভবিষ্যতে আর কোনো মিরাক্যেল না আশা করাই শ্রেয়।
থাক পড়ে প্রতিশ্রুতির অবশিষ্ট কিছু ঘাস নির্লিপ্ত শহীদ মিনারে।
---------------------------------------------
       -১৮/১০/২১-