দিনের শেষে           ঘুমের দেশে
            যখন আমি দিই পাড়ি।
গভীর ঘুমে              মগ্ন প্রেমে
            তুমি আসো তাড়াতাড়ি।
একদিন নয়              দুই দিন নয়
             রোজ রোজ ঘটে জীবনে।
প্রথম প্রেমে               রঙিন ফ্রেমে
             তোমাকে ভালবেসেছি এই মনে।
তোমার  ছোঁয়া           হৃদয় চাওয়া
             পেয়েছি এই ভূবনে।
গায়ের গন্ধ                মনের দ্বন্দ্ব
             ঘুচায়েছো তুমি মোর জীবনে।
মরমে মরমে             রাতের স্বপনে
             গভীর ভাবে পাই তোমাকে।
কেনো যে এমন           দেখি যে স্বপন
             জানাতে পারবোনা কাউকে।
বুকটা ফেটে                প্রান যে যেতে
             চায় প্রায়শই বারে বারে।
হৃদয়ে এসে                মধুর হেসে
            দাঁড়িয়ে পড়ো মোর দ্বারে।
দুঃখ মনে                  জাগলো প্রানে
           নতুন করে  হিল্লোল।
জুড়ায়ে জ্বালা              পরিয়ে মালা
           প্রানেতে আমার জাগাও দোদুল দোল।
---------------------