পরাধীনতার পর্যায়ে
ঝরেছিলো লাল রক্ত
সেই সংগ্রামী লড়াই
ছিলো যে অনেক শক্ত।
রক্তের সেই দাগ
আজও মুছে যায়নি
রাঙা মাটির এই দেশে
প্রতিটি প্রান্তে বাতাসে ভাসে সেই সব বিপ্লবী ধ্বনি।
যদিও সময়ের চাকা ঘুরে চলেছে
মানুষের মনের ও পরিবর্তন হয়েছে
কেবল বদলায়নি অত্যাচারিত শ্রেণীর,
বদলেছে রঙ,মুখোস আর বাণী।
--------------------------------
        -অবুঝ মন-