জানিনা কেমনে প্রেমের পরশ
দিয়েছিলে এ প্রাণে
সেই শুরু দোলা লাগা
হৃদয়েতে ডুবে মনে মনে।


যদিও তোমার ডাকে সাড়া দিতে
অবহেলা করেনি প্রাণমন
তবুও বাঁধার প্রাচীর
এসেছিল অকারণ।


সময় বয়ে গেছে নীরবে
কালের গতানুগতিক নিয়মে
মনের কোনায় স্মৃতিগুলি
আজও ভেসে ওঠে নানা রঙে।


বিশ্বাস ছিল দেখা হবে
পৃথিবী যে গোল তারই কারণে
হল ও তাই- মর্যাদা রক্ষা
ছন্দ হারানো নদীর স্রোতের মতো ভুবনে।


হঠাৎই ঢেউ জাগে জীবনে
মন যে সুর তোলে আনমনে
শুভেচ্ছা বার্তা পাঠিয়ে বলেছিলাম
ভালো থেকো তুমি জীবনে।


মুছে যাক অবজ্ঞা, অনাদর-
অবহেলা -অভিমান
স্মৃতির পাতায় বেঁচে থাক
কেবলই ভালোবাসার গান।
----------------------------------------------