একটা ভালো সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকে---
সুষ্ঠু বোঝাপড়ার- নিষ্ঠাবান যত্নের ইতিহাস।
সেখানে মাঝে মাঝে হানাদেয় শত্রুরা।
এরা কারা?
এরা শরীরে, মনে বাস করে---
এরা তেজশালী -বাহুবলী ও বটে।
উওরে রাগ , হিংসা -অভিমান ও অহংকার,
এদেরই নাম সর্বাগ্রে আসে।
চেতন মননে কখনো যদি,
এই চারের আবির্ভাব হয় জীবনে---
সম্পর্ক তখন ওরা পাতার ন্যায় ঝরে যায়।
নেমে আসে জীবনের মাঝে একরাশ প্রশ্ন!
শরীর নামক দেহকে ঘুমের মধ্যে শবদাহ মনে হয়।
আর হৃদয়ের অন্তঃস্থলে--
গোলাপের মত লাল রক্ত ঝরে পড়ে,
মননে ঘটে যায় সম্পর্কের  অকাল মৃত্যু।
এভাবেই মানুষের জীবনে--
অবচেতন মননে,
সর্বশেষে অভিমান জমে--
পাহাড়ের মতো নীরবে একা কাঁদে।
-------------------