স্মরনের পাতায় হঠাৎ কি মনে করে?
তুমি এসে উঁকি দিয়ে গেলে
বুক জুড়ে আলো উঠলো জ্বলে,
তবুও ধরা গেলো না।
আবারো কিড়িং কিড়িং ধ্বনি শুনি,
এবার ধরা দিলো সহজে
কোথায় তুমি?--এই রূপ মুগ্ধ আলোক উৎসবে
বলতে পারো এরপরও কি চুপ করে থাকা যায়?
চাঁদ ও গড়াগড়ি খেলো প্রিয় শহরের বুকে।


তুমিও অভিমানে-
বর্ণমালার তীব্র সূঁচালো তির দিলে ছুঁড়ে
সহজীয়া সুরে সহজ কবির জবাব এলো,
নিশ্চই জানতে পারতে দু-এক দিন পরে
থমথমে গুমোট হাওয়া--
মেখে নিলো এক ভাঁড় পায়েশের স্বাদ
থেমে গেলো ঝড়।
ভেসে উঠলো সুমিষ্ট প্রেমের উপচে পড়া ঢেউ,
ঝিলমিল সরোবর।
--------------------------------------------
১৬/১/২০২১-অবুঝ মন-