ওরা যে ছোট ছোট ছানা---
মেলতে পারে নি এখনো ওদের ডানা,
খোলা মুখে ওরা অপলক দৃষ্টিতে তাকিয়ে---
মা যে ওদের বাসায় এসেছে ফিরে।


চিঁ চিঁ করে ওরা যে ডাকছে সকলে---
পেটেতে খিদের জ্বালা ধরেছে যে ওদের,
মা পাখি তাই দিচ্ছে খাবার উড়ে উড়ে,
ওদেরই খোলা মুখেতে এক এক করে।


নীড় যে ওদের হাওয়ায় নড়ে চড়ে---
সবুজ গাছের ডাল কখন যে ভেঙে পড়ে,
সেদিকে ভ্রুক্ষেপ নেই-ওরা যে রয়েছে মায়েরই আদরে,
তাই যে ওরা সকলে-বাসার ভিতরে একসাথে খেলা করে।
----------------------