ঠিক কি না?
     -অবুঝ মন-
--------------------------------------------
ধরেছি যখন হাত
করতে আসর মাত
পথের মাঝে পথ যে খুঁজে পাই
তাইতো এসেছি সবাই।


করোনার কাল
কি যে হবে হাল?
আবদ্ধ ঘরে ভাল লাগে না আর
খুলেছি মুক্ত দ্বার ।


আজ যে আছে
কাল সেতো নাই
মিছে মায়া এ ভব সংসার
একটু তাই গলা ছেড়ে গান গেয়ে যাই।


জানি 'এই পথেই জীবন
এই পথেই মরন আমাদের
সবকিছু পথের বাঁকে'
মুছে যাবে সব রঙ,সাদা কালো ছবি এঁকে।
---------------------------------------------
       -৯/১১/২০২০-
--------------------------------------------
এ কি নিঠুর খেলা?
---------------------------------------------
চাইলে কী আর নিজের মতো সব কিছু কি পাওয়া যায়?
কোন কর্মে কি যে মেলে?জীবন নদী স্রোত হারায়!
যারে তুমি চাইছো ভালো সে যদি ভুল বোঝে
কালো মেঘের জমবে পাহাড় পাবে না আর পথ খুঁজে
বিধি রে এই কি ভবের খেলা?
আপন হতে বাহির পানের চলছে মত্ত মেলা
পিতৃঋণ বাদই দিলাম,রক্তঋণের নেই যে বালাই!
---------------------------------------------
-৮/১১/২০২০-অবুঝ মন-