এগিয়ে আসাই বলুন কিংবা পিছিয়ে যাওয়া
বলতে পারেন দুটি ক্ষেত্রেই প্রেক্ষাপটের বদল হাওয়া
কৌশলী অবস্থান ধরাও যেতে পারে
আসলে মানুষ বরাবরই ঝরঝরে হৃদয় খুঁজে মরে।


ফুল পাখি ডাকলো বলেই ভেবো না তৃষ্ণার্তের কবলে
চাতকের দিকে দেখো চেয়ে,চোখ গেলো চোখ গেলো সুর তোলে
কখনো ঠিকানা মেলে আবার কখনো ছোঁয়াচে হেঁচকিতে যায় পুড়ে
বিড়ম্বিত আনাগোনা এভাবেই বাসা খোঁজে যুগ যুগ ধরে।  
---------------------------------------------
-৬/৬/৩০২১-অবুঝ মন-