সময়ের নিরিখ বদলে গেলে
শ্যামের বাঁশি কি বদলে যায়?
বিরহী রাধা ভাবতেই পারে
তাতে কী বা আসে প্রেমের কবিতায়?


আর যদি সে খবরে সুখ স্মৃতি আসে ভেসে
পথের বাঁকে ফিরে যেতে কার না ইচ্ছে করে?
এ ক্ষেত্রে বয়স কেবল একটা সংখ্যা মাত্র
ব্যাকুল যমুনায় ও ঢেউয়ের খামতি সাময়িক হতেই পারে।


তার মানে এই কি বুঝায় সবটাই ছেলেমানুষী কিংবা বড় বেমানান?
এভাবেই চাওয়া-পাওয়ার মাঝে প্রেম আলো খোঁজে সাহারায়।
---------------------------------------------
১১/১/২০২১-অবুঝ মন-