--------------------------------------------
কবিতার চারা পুতবো বললে কি পোতা যায়?
সমস্ত অঙ্গীকার কত সহজেই বিস্মৃতির অতলে লুকায়
খুঁজে নেয় ব্যর্থ প্রেমের উপোষী বারান্দা
রাঙা ঠোঁটে ঠোঁট ছোঁয়া অপরিনত কফিনের কথা কি মনে পড়ে?
কিংবা সজ্জিত কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চূড়ার শিহরিত আলিঙ্গন
যেভাবে সন্তান বড় হয়ে বিদেশের মাটি ছুঁয়ে ভুলে যায় পিছুটান!
ভাবা কি যায় না ভাত কাপড়ের দায়িত্ব ছাড়া অলব্ধ বন্ধন বৃষ্টিতে ভিজে যাক?
জরাজীর্ণ দেহ হলেও,বৃদ্ধা মা পুরনো অ্যালবাম বুকে জড়িয়ে --
আজও পথের দিকে থাকে চেয়ে
একই রূপে নদী হারিয়ে যায় মোহনার কাছে এসে
শুধুই সান্তনা সাগরের ঝাপট মাঝে মাঝে লাগবে বুকে
হয়তো সেটাই কুড়িয়ে পাওয়া চৌদ্দ আনা অসমাপ্ত মৌন মিলনের সাক্ষী
শেষ পর্যন্ত ওটাই কবিতার চারা হয়ে প্রেমের গল্প আঁকে
---------------------------------------------
৯/৪/২০২০-অবুঝ মন-