ষোড়শী বয়সের সেই টান,  গন্ধ-রূপ ,বর্ন
আজ ও অবিকল  সেই সুরে বাজে
বদলেছে সময়ের ধারা , আরও কত কীছু--
কেবল বদলায়নি জীবনের ধারা মনের কোনায়।


বাতাসের বুকে কান পাতলেই শুনতে পাই
ভালো বাসি, ভালো বাসি, ভালো বাসি তোমাকে
সেকারণেই,অযাচিতভাবে-বারেবারে বলা                      
দেখা দাও ,দেখা দাও, দেখা দাও।


সে আবেদন বোঝে মন ও হৃদয়
তাই যেতে চায় পিছু পিছু ধেয়ে-
সমাজের বেড়াজাল ভেঙে-
তোমার গায়ের গন্ধ সুভাষ ভরে নিতে-কিছু সময়ের জন্য।


আজ ও মন নীরবে খুঁজে চলে-তোমাকে
কারন মনই শুধুই জানে-
ভালোবাসি তোমাকে
ভালো বাসি তোমাকেই।
--------------------------------------