কতদিন তোমাকে দেখিনি
ভেবেছিলাম দরজাটা এবার খুলবে
প্রয়াস যে ছিল না,সে কথা বলি বা কি করে
ভেসে ওঠে ক্যানভাস--হ্যায়
তারপর মরু সাহারার ছবি এলো চলে
নীরবতার ঝড় বয়ে গেলো ধীরে ধীরে।
আমিও অসীম কিংবা সসীম
প্রত্যাশা বাঁচিয়ে রেখেছি বুকে
দেখি নিয়ন আলোর ঠিকানা পাই কিনা
বসে আছি একা রাত জেগে মোহনায়
বন্ধ দরজার সম্মুখে
শুধু তোমাকে একটি বার দেখবো বলে।


কতদিন তোমার সাথে কথা হয়নি
ভেবেছিলাম এবার খোলস ছেড়ে বেরিয়ে আসবে
ঝুর ঝুর করে খসে পড়বে লুকানো হলুদ পাতা গুলো
সময়ের বেড়াজালে ভাবনা বয়ে যায়
দেখা আর হলো না,কথা হবে বা কি করে?
ফুটে ওঠা বর্ণমালা ঘিরে
রক্তের প্রবাহ বেড়েছে মনে হয়
বুঝেছি এতো সহজে কি সবকিছু মুছে ফেলা যায়?
তাই বুঝি রয়ে গেলে পাতার আড়ালে?
কতদিন তোমাকে দেখিনি
আমি রইলাম চেয়ে শুধু তোমারই অপেক্ষায়
দেখি কিছু দাগ মুছতে পারি কিনা?
-------------------------------------------
৯/২/২০২০-অবুঝ মন-