কথার কথা বললে তুমি
ভুলে গেছি
একথা জানাবো বা কারে?
ভালোবাসি যে।
হয়তো আকাশ নীরবতায় বুঁজে
ঝড়ের লক্ষন
ভুলিলে এ কথা কেমনে?
বিদায়ী ক্ষন।
সূর্য ওঠার সোনালী আলোয়
রাঙা মুখ
আর জ্যোৎস্না ভেজা রাতের
স্বপ্নালু চোখ
বলোতো কার কাছে আসে-
উছল স্রোতে?
কবিতার পাতায় বিছায় মায়াজাল
ভাবের জগতে।
সত্যি তো ভুলে গেছি
মনে নেই
ঠুনকো কাচের চুড়ি যেন
হারিয়েছে খেই
এমন কথা ভাবতে পারো
ভুলে গেছি!
প্রেমের তরী চলছে ভেসে
তোমাতেই আছি।
-----------------------------------------
২৩/১১/১৯--অবুঝ মন--