***।।তোমায় মনে পড়ে।।***
--------------------------------------------
দেখতে দেখতে তিন তিনটি বছর হয়ে গেল পার
কানে বাজে আজো আয় কচি আয় সুমধুর স্বর
কালের মহামারী এসে সে সুখটুকু ও নিয়েছে কেড়ে
পিতৃ তর্পণের সেই যে প্রথম বছর আর আসেনি ফিরে
বলতে পারেন চোখের জলের বসত কোথায়?
সন্ধ্যা নামার আগে চোখ বুজে,গলা যে শুকিয়ে যায়
অন্তত একটি দিন স্মরনের বালুকা বেলায় শুধু বসে থাকা
পোড়া এ সময় সেখানে ও ছাড় নেই কালো মেঘে ঢাকা!
বিশাল বটের ছায়া সে আকাশ জুড়ে স্বজনের মেলা
আজ শুধু শূন্যতা নিঃসঙ্গ খেলা ঘর মুছে যাওয়া বেলা!
---------------------------------------------
১২/৫/২০২১-অবুঝ মন-