তোমায় পাবো বলে নিশুতি রাতে
ঘন কৃষ্ণকায় ছাতার দলে কত রাত কাটিয়েছি একা একা
খুঁজে পেতে তারাদের ভিড়ে গিয়েছি হারিয়ে,তবেই পেয়েছি দেখা
তুমি জ্বলজ্বলে ধ্রুবতারা হয়ে ফুটেছিলে আকাশের গায়
কতো কথা শোনাতে চেয়েছি
শুধু একটি বার তোমাকে কাছেতে পাওয়ার আশায়
তুমিও নিরাশ করোনি,ধরা দিতে উল্কা হয়ে ছুটে এলে
কান পেতে শুনি তোমার কন্ঠে ঝরছিলো সুর--'ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে'
এরপর হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেলো চারপাশ তুমিও হারিয়ে গেলে!
ঠিকানার সন্ধানে ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে আমি এখন খুঁজি ফিরি সাহারায়।
---------------------------------------------
-৫/১০/২০২০-অবুঝ মন-