তুমি ছিলে দোতলার ছাদে---
দাঁড়িয়ে একা,
আমি আনমনে ঘাড় ঘোরাতে---
পেলাম তোমার দেখা।
সময় টা ছিল---
গোধূলি বেলা,
অস্তমিত সূর্যের আলো---
পড়েছিল তোমার মুখে পড়ন্ত বেলায়।


খোলা লম্বা চুলে তোমাকে লাগছিল---
অপরূপা পরীর মত।
আমি পাশের বাড়ি ব্যালকনিতে--
মুগ্ধ নয়নে তোমাকে দেখছিলাম সতত।
ফুরফুরে হাওয়ায় মুখের উপর---
কয়েকটা চুল পড়ছিলো বারবার,
হৃদয়ে তোমার ছিল---
বেশ খুশির জোয়ার।


আমি মনের আনন্দেতে ব্যালকনি থেকে---
চেঁচিয়ে বলেছিলাম ভালোবাসি তোমাকে।
তুমি ও হাওয়ার ছন্দে মুচকি হেসে,
বলেছিলে-তুমিও আমাকে----
সেই শুরু আমাদের,
একসাথে  পথ চলা।
দুটি স্বপ্নালু মননেতে,
হারিয়ে যাওয়া।
---------------