সেই চেনা সুরে
কে যেন গো ডাকে নাম ধরে-
তুমি কোথায় আছো
অফিসে,  আসবে কি এখন?


মোচড় দিলো হৃদয়ের গভীরে
প্রেয়সীর পরিচিত কণ্ঠের সুরে
আসছি না এখন , জানিয়ে ছিলাম
তবে ,আছি যে ক্ষনিক দূরে।


দেখা হতে পারে তোমার সাথে
কিছু সময়ের জন্য,
যদি চাও মনে মনে
বাসনা পূর্ণতা পেতে পারে এই ভুবনে।


হঠাৎই সুর ভেসে  আসে কর্ণকুহরে
আস্তে পারো, আমি যেথা আছি
হৃদয়ে বয়ে গেল ফাগুন দোলা--
আবেগে কথা দিলাম,দেখি পারি কিনা ।


কিন্তু ওযে কথার কথা
মনের কথা ছিল না মোটেও
প্রেম নন্দীনির অশেষ করুনা
না রেখে কি পারি এ জীবনে।


সহসা হাজির মুখোমুখি
টেবিলের দুইপাশে, অনুরোধে বসলাম চোখাচুখি--
কিছু কথা, কিছু ব্যথা নিবেদন,
অবশেষে নিরাশার দোলাচলে পথ গেল হারিয়ে, স্বপ্নীল আকাশে।
--------------------------------------------------