শ্রাবনের ধারার মতো
বলার ধরনটা কি করবে বলো?
হাওয়া তখন ভীষণ উত্তাল
বাঁশি শুনে কি ঘরে থাকা যায়?
রাধাও নেমেছে যমুনায়
ঢেউ আর ঢেউ উজান জোয়ার।
আর একটু এগিয়ে--তারপর
তুমি বলো,না তুমি--
সাগরের বুকে ভাসতে চাই
আগুনের আস্থিনে ডুবতে চায় এই বসন্ত ভ্রমর।


তুমি না---
কি? বলো একবার--
শুধু দুচোখ বন্ধ করে তোমাকে রাখবো ধরে
দুটি মন মিলেমিশে হবে একাকার
এমনি করে ভেসে যাবো বাকিটা পথ
শুধু এইটুকু!
হাঁ,শুধু এইটুকু--শুধু এইটুকু চাই
বলো এ সময় তুমি দেবে কি আমায়?
---------------------------------------------
-১২/৯/২০২১-অবুঝ মন-