।।তুমি পারলে।।
তখন তুমি অনেক দূরে
রাত নিশিথে শিশির ঝরে
জানবে তুমি কেমন করে?


ঝরলো ঝরা পাঁজর জুড়ে
অনেকটা পথ এলাম ঘুরে
ইতিহাসের পাতায় মুড়ে!


বাঁধন বীণার জোড়া তারে
হিসাব যখন এলো ফিরে
যায় কি থাকা চুপটি করে?


ঝর্ণার মতো নাইতে চেয়ে
কোকিল সম গান শুনিয়ে
শহর টাকে ঘুম ভাঙিয়ে
পাথর চোখের দৃষ্টি দিলে ভরে!
তুমি পারলে কেমন করে?
--------------------------------------
      ।।এখানে ও শেষ নয়।‌।
ইচ্ছেটা মাটি হলে আর কি বা করা যাবে?
ঝিরিঝিরি বৃষ্টিতে লেপের ভিতরে রবে
এর মানে এই নয় পথ চলা হলো শেষ
আরামের দৃষ্টিতে যা হয়েছে তা যে বেশ
কিছু জনের পোয়া বারো দেবে তারা সুখ ঘুম
কেউ কেউ করবে হা হুতাশ চুং চুম
এখানে ও শেষ নয়,বৃষ্টি না হলে
নিয়মের ধারাতে বেরোবো সকলে।
----------------------------------------
-৪/১২/২০২১-অবুঝ মন