সৃষ্টির প্রায় সূচনাতে-তোমার জন্ম হয়েছিল জীবকুলে,
পুকুরের ঘাটেতে-ইট কাঠ পাথরেতে এই ধরাতলে।
তোমার রঙেতে-রয়েছে সবুজের আভা,
প্রকৃতির বুকেতে-স্যাতস্যাতে রূপে মেলেছো তোমার শোভা।
বৃষ্টির বারিধারা বর্ষাকালে-অঝোরে ঝরে যেখানে,
আবির্ভূত হও তুমি সাত সকালে -স্ব মহিমায় সেখানে।
হোক না সে মাটি-ইট ,কাঠ ,পাথর--
রুপেতে তুমি যে খাঁটি-বিছাও ভুবনে তোমার চাদর।
এই কারণে ভূবন মাঝে-মানুষের কাছে তুমি ভয়,
সব সময় মনেতে জাগে-তাদেরই বিস্ময়।
শ্যাওলা নামে তুমি পরিচিত-এই ধরনীর মাঝে,
পিছিলের যম নামে অভিহিত-মানবেরা তাই বাঁচার উপায় খোঁজে।
--------------------------