শিথিলতায় কোনো দোষ দেখি না
সময়ের ঘরে চুরি হলে সবুজ সংকেতও কত সহজে হলদেটে বনে যায়
যেভাবে বাঁচে চাপাপড়া দেয়ালের ফাঁকে বনেদি প্রাচুর্য।
তার মানে এই নয় বিষন্ন বালুকার ভিড়ে হারিয়ে গেছে সতেজতা প্রান
জানা অজানার পথ এতোটাই ভঙ্গুর মনে হয়!
তুমি তো ভালো ভাবে জানো ইতিহাস মুছেছে কি না?
তাই বলে পাথরের বুকে মাথা কুটে কিংবা মরচে ধরা ফুসফুসের খোপে নাম লিখে--
হৃদয় এক্সপ্রেস অনন্তকাল ছুটতে কি পারে?
কখনো না কখনো ফিনিক্স পাখির স্বর ঠিক আসবে উড়ে
আসলে পরিবর্তন এমনি,অপেক্ষার শেষপত্র বলে থাকে না কিছুই।
---------------------------------------------
-৮/৭/২০২১-অবুঝ মন-