উনিশের বিদায়ী বাঁকের সামনে
জ্বল জ্বল করে জেগে আছে অতীতের পিছুটান
স্মৃতি মুখরিত নির্বাক প্রশ্নের বালুচরে।
শিল্পীর তুলিতে রাখলাম সাজিয়ে,বুকের গভীরে
দেখি জ্বালা ধরায় কিনা।
জানি জীবন বদলায়,ভ্রমরও উড়ে যায়
মহা-সমুদ্রের ঢেউ কি কখনো আর উঠবেনা ফুলে?
স্বপ্ন আশায় চোখ রেখে দেখি আগামীর দীপ্তশিখা
চাতক তৃষ্ণায় ডুবে আছে।
বন্দী খাঁচায় ডানা ঝাপটায় সুখ পাখি
স্বপ্ন বিনা ভালোবাসা বাঁচে কি?
কোথায় আছো শব্দের অনুরাগ সুর
বর্ণ বিপর্যয়ে মুখ লুকায়।
শুকনো পাউরুটি রঙচটা অভিমানে
উঁকি মারে নৈশব্দের নিঃস্ব কারাগারে
বিষ্মরন নিবিড় বিষাদ ঠকাঠক জাগ্রত কর্ণকুহরে।
সুখ পালিয়েছে কি? কে জানে!
প্রীয়জন,প্রয়োজনের খোঁজ করে আনন্দ জোয়ারে
বাজার আগুন, প্রত্যাশা বাঁচিয়ে রাখি।
-----------------------------------------
৩১/১২/১৯-অবুঝ মন-