রৌদ্র স্নানের উঠোন খুঁড়ে
নামলো যখন অন্ধকার
উঠলো ভেসে নীরব স্রোতে
রুদ্রবীণার এক ছেঁড়াতার
ওই দেখো ঐ বাঘ পড়েছে
বলতে পারো দায়ী কে তার?


সংক্রমণ হেলায় ঠেলে
হাত বাড়াতে সে চায় আবার
কথা ছিলো আজ তো নয়
দেখা হবে আরেকদিন অন্য বার
সেখানে ও এলোমেলো
একলা থাকার গল্প এলো বারংবার!


বলতে পারো এমন সময়
চুপ সাগরে সাঁতার কেটে
যায় কি জোড়া সেই ছেঁড়া তার?
----------------------------------------
১৭/৫/২০২২-অবুঝ মন-