আবার একটা চোদ্দো-ই ফেব্রুয়ারি উঁকি মারে নৈঃশব্দের আকাশ জুড়ে
জৌলুস হীন অচেনা অবাক ফাগুন বসন্তের ঠিকানায়
জানি না জমাট বরফের সামান্য কনা গলবে কিনা
বঞ্চনার ইতিহাস অবাক মিছিল,কচি নিমপাতার মতো আবারও,হয়তো উঠবে ফুটে।


"ভ্যালেন্টাইন ডে"রাধিকা কি জানতেন?
বাঁশি বাজে আজও,মথুরায়
নিয়ম নাই-বা থাকলো ক্ষতি কি-বেড়া কি সারারাত পাহারা দেয়?
আগুন জ্বলতো নিরিবিলি কিছুক্ষন,ভেজা কান্নায়
শুনতে কি চাও কুয়াশার চাদরে মোড়া ফেলে আসা স্মৃতি পথ?
---------------------------------------------
১৩/২/২০২০-অবুঝ মন-