বাহিরে বর্ণালী ঢেউয়ের উথাল তরঙ্গ দোলা
ভিতরের পরানটা অনেকটা আদ্দিকালের অ্যান্টনা যুক্ত মুঠোফোনের মতো
বিলাস যাপনের ইচ্ছেতে ছলচাতুরি একটুও নেই
ক্রমশ তরল হওয়ার অপেক্ষায় ছিলাম
বুঝিনি চকচকে বিল্ডিংটার ভিত অনেক আগে গেছে নড়ে
তাই বলে চোখের সামনে এতো সহজে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে!
তবুও আমার আমিকে সরিয়ে নিতে পারলুম না
জানার চেষ্টায় অবিরত দরজায় কড়া নেড়ে গেলাম
নিদেনপক্ষে যদি ভাঙ্গা গ্লাসে একটু গন্ধযুক্ত লেবুর শরবত মেলে
আপনারাই বলুন না শুধু মাত্র বেঁচে থাকার জন্য-
রক্ত মাংসের শরীরে এমন দোষের ভাগিদার হতে ক'জন চায়?
--------------------------------------------
৭/৪/২০২০-অবুঝ মন-