---------------------------------------------
জানার জিজ্ঞাসায়
আবেদনের পাতা খোলা ছিলো
সুদীর্ঘ বন্ধ পাতার মায়াময় সীমানায়
প্রস্ফুটিত হলো চাঁদ সদাগরের
মনসা পূজার অর্ঘ্য ডালী
কি জানি এরপরেও,
কি ঝড় বয়ে গেলো অন্তরে?
আলো আর জ্বললো না
আবেদন মিশে গেলো
ঘোর অমানিশার জমাটি খাঁচার গায়ে
পাওয়ার উঠোনে ঢেউ খেলে গেলো
বর্ণমালার কয়েকটি পরিচিত শব্দের সুর
স্বশরীরে পরিজন নিয়ে চলে এসো দ্বারে
দেখা হয়ে যাবে ভালো লাগার সন্ধিক্ষনে
ঠিকানা চাপা পড়ে গেলো
কৌশলিকার নির্বাক দেওয়ালে
মায়া ভূমন্ডলের খুবই পরিচিত
অজানা মরু সাগরের কিনারে।
---------------------------------------------
২৭/১০/১৯--অবুঝ মন--