স্বপ্ন কার না মনে জাগে--?
পাথরের ও ঘুম ভাঙে সময়ের সাথে--
নেমে ও আসে জলের ধারার মাঝে।
তাই এখন ও বিশ্বাস রাখি--
হারানো প্রতিশ্রুতির -হলুদ বাগিচায়।
অভিমানের পাহাড় ডিঙিয়ে
দিয়ে যেতে চাই, পুরনো ক্ষনের--
একটুখানি অতৃপ্ত সময়ের প্রতিদান।
-----------------------------------
৮/৪/১৯