।।প্রতিকার চাই।
--------------------
।নরেশ বৈদ্য।
-------------------
নিরন্তর বদলের পালা--
লোক সমাজের আড়ালে,
বুদ্ধিজীবী -জ্ঞানী মানবের দল স্তাবক--
শাসকের তাবেদারী করছে অন্তরালে।


যুবকের তাজা লাল রক্ত ঝরে--
দুর্নীতি বন্ধের প্রতিকারে ,
বুকেতে বুলেট বিদ্ধ হয়ে--
শাসকের চোখে চোখ রেখে -তারা মৃত্যুবরণ করে।


বাকরুদ্ধ নির্মম জ্বলন্ত প্রতিচ্ছবি--
যা এই সমাজের বুকে হানুক আঘাত,
সাধারণ খেটে খাওয়া মানুষ--
এইসব দেখে হয়ে গেছে আজ নির্বাক- হতবাক।
------------------------------------------