ভাঙা খাতার নিঝর পাতায়
অঝোর ধারায় ঝরে
রক্তঝরা হিসাব গুলি
বিচার চায়, মনের দুয়ারে ।


জীবন নদী চাইছে যেতে
সম্মুখ পানের দিকে
স্মৃতির আকাশ বারে বারে
পিছন পানে ডাকে ।


আলোকধারা বলছে হেঁকে
আঁধার গেছে সরে
মনের বাঁশি শোনায় যে গান
অতিত গেছে দূরে ।


জীবন তরীর মাঝে থাকে
সুখ দুঃখের ছবি --
পুব আকাশে তাকিয়ে দেখো
মেঘ সরিয়ে ,উঠছে আলো রবি।
---------------------------------------------