মন যে আমার ছুটছে জোরে-- কোন সুদূরের পারে?
ভোরের আলোয় দেখতে পেলাম--মনের ময়ূরেরে।
আধো ঘুমে রঙ্গিন ফ্রেমে--যেই দেখেছি দুচোখ মেলে,
মনের ময়ূর হারিয়ে গেল--ভুবন মাঝে কোন সুদূরে।


শীতল শীতল বইছে বাতাস--শিশির কনা ঘাসে,
শিউলি ফুলের সুবাস ছড়ায়--বাতাসে বাতাসে।
স্থির যে হলো এবার মন-বিদায়ী বর্ষা শরৎ আগমন,
মা দুর্গা বাপের বাড়ি-আসছে শশুর বাড়ি ছাড়ি।
সঙ্গে নিয়ে ছেলে মেয়ে--
সরস্বতী -লক্ষী -কার্তিক গণেশ,
কাটবে জীবন পুজোর ক'দিন আনন্দেতে--
বাংলা মাটির এই দেশেতে।
-------------------------------------