এই যে এতো আতশবাজির রমরমা,তমসার ঘনঘটা
বাংলায় কি শব্দের আকাল পড়েছে?
হবে নাই বা কেন?
পরীক্ষায় বসার পূর্বেই,ঝাঁ-চকচকে ফলাফল
শুকনো ডালপালা গুলোর সে কী লম্পঝম্প!
বাহারি পাতার বাহার শ্যাম্পেন ছোপ,দুরন্ত উত্তাপ
মনে হয় রাজ্যটাকে মাথায় করে রেখেছে
সবেতেই প্রথম,চিন্তা কী আর।


এই রে ওরা যে একেবারে নির্বাক,প্রশ্নের ঝাঁপ বন্ধ
কী আর করবে বলো-
খাতা খুলেছে কী মাস্ক দেওয়া শুরু
তাবেদার হওয়াই শ্রেয়
গণতন্ত্রে সবাই স্বাধীন তাই না,কী আশ্চর্য!


অথচ ঘন মেঘে ঢেকে যাচ্ছে তারা
মনোপলি মার্কেট-গরল সাগর
ডুবন্ত জাহাজের দঙ্গল ভিড়
সত্যি কি শব্দ ব্যঞ্জনার ভীষণ আকাল?
প্রশান্তির বেলাতটে কর্মের কর্কট রোগ-রোদ্দুর কোথায়?
-----------------------------------------
২২/৭/২০২০-অবুঝ মন-